প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ২২:৫৫
নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো.আমিনুর রহমান। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ধামইরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার রাত ৮টায় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো.সাজ্জাদ হোসেন জানান, নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আমিনুর রহমান ৭৯৮৩ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী চপল প্রাপ্ত ভোট পেয়েছেন ৩০৪৯।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান নারকেল গাছ মার্কা এডভোকেট আইয়ুব হোসেন পেয়েছেন ৩৬৩ ভোট। নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয়। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি সুষ্টুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ভোট ভোটার ছিল ১২ হাজার ৬শত ৪০ ভোট।
তিনি আরও বলেন, নির্বাচন কোন ধরনের সহিংসতা হয়নি। কোন প্রার্থীই নির্বাচন নিয়ে কোন ধরনের অভিযোগ করেনি।উল্লেখ্য,১৫বছর পর অনুষ্ঠিত হলো নওগাঁর ধামইরহাট পৌরসভা নির্বাচন। ধামইরহাট পৌরসভার নির্বাচন ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রের ৩৮টি বুথে অনুষ্ঠিতহচ্ছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।