প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ১০:৪৩
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারত থেকে চোরাই পথে আসা ১৪টি গরু আটক করেছেন পুলিশ।বৃহস্পতিবার রাতে ওই উপজেলার কারবালার দীঘি এলাকায় বুড়িমারী-লালমনিরহাট সড়কে ট্রাকসহ গরুগুলো আটক করে হাতীবান্ধা পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন ভারতীয় গরুর ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ট্রাকসহ গরুগুলো আটক করে থানা নিয়ে আসে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ৭টি ও ভোর রাতে বিজিবি ৩টি ভারতীয় গরু আটক করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।