প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১, ১৭:৪
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি ২০২১) রােজ বৃহস্পতিবার, সকাল ১১ ঘটিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দিন আহমেদ এবং গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার পরিভ্রমণকারী দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উদ্বোধন ঘােষণা করেন ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৩ জন রোভার এবং ৩ জন গার্ল ইন রোভার দুইটি দলে আগামী (৩১ জানুয়ারি ২০২১ থেকে ৪ ফেব্রুয়ারি ২০২১) তারিখে ৫ দিন ব্যাপি শ্রীমঙ্গল থেকে জাফলং এ ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা করবে। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রােভার স্কাউট লিডারবৃন্দ, রােভার ইন - কাউন্সিলের সভাপতি কামরুল হাসান ও সহ সভাপতি আনােয়ার হােসেন সহ অন্যান্য রোভারবৃন্দ।
পাঁচ দিনব্যাপি এই প্রােগ্রামে তারা শ্রীমঙ্গল , ফেঞ্চুগঞ্জ , সিলেট , জৈন্তাপুর ও জাফলং পায়ে হেটে পরিভ্রমণ করবে । এই সময় সমাজ সচেতনতামূলক তিনটি স্লোগান তারা বহন করবে , ট্রাফিক আইন মেনে চলব , নিরাপদ সড়ক গড়ব ” , “ মুজিব বর্ষের প্রতিশ্রুতি , বৃক্ষরােপণে অগ্রগতি " , " ধুমপান ও মাদক বর্জন করব , সুস্থ জীবন গড়ব ”। পরিভ্রমণকারী রোভারবৃন্দ হলেন ছেলেঃ ১.নবাব হোসেন, ২. অামিনুল ইসলাম, ৩. রাকিব মিয়া।
মেয়েঃ ১. গার্ল - ইন - রােভার সাজেদা আক্তার ২. গার্ল - ইন - রােভার খাদিজা আক্তার পপি ৩. গার্ল - ইন - রােভার রহিমা আক্তার মিম। (এই সময় সমাজ সচেতনতামূলক তিনটি স্লোগান তারা বহন করবে- “ কন্যা শিশুর বিয়ে নয় , কন্যা করবে বিশ্বজয় ” , Empower the women , develop the nation ” , “ হাত ধুই , মাস্ক পরি , দূরত্ব বজায় রাখি , করােনা প্রতিরােধ করি ”) ।
পরিভ্ৰমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান , শিক্ষা প্রতিষ্ঠান , সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে এবং বিশেষ ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে ।উল্লেখ্য রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান 'প্রেসিডেন্টস রোভার স্কাউট এ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এই পরিভ্রমণ সম্পন্ন করবে।