প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১২:৩০
ব্রাহ্মণবাড়িয়া সরাইল- অরুয়াইল মধ্যে'র অংশ চুন্টা ব্রীজ থেকে ভুইশ্বর বাজার পযর্ন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থা, জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। সরাইল -অরুয়াইল এই রাস্তাটি সংস্কারের হলেও মধ্যের অংশ যথাযথভাবে কাজ না করায় এখন তা ব্যবহারের অনুপযোগীই রয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, চুন্টা ব্রীজ থেকে রাস্তার মাঝখানে ভুইশ্বর বাজার পযর্ন্ত রাস্তাটির দুপাশে ভেঙ্গে গিয়ে যোগাযোগের উপযোগী হয়ে আছে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ অত্যন্ত ঝুঁকি নিয়ে উপজেলা সদরে যাতায়াত করছেন। চুন্টা ব্রীজ থেকে ভুইঁশ্বর বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তাটির এই বেহাল দশা।
ফসল কাটার মৌসুমে গ্রামের হাজার মানুষ হাওর থেকে পরিবহনের মাধ্যমে মালামাল মুমূর্ষ রোগী। এলাকার কোথায় আগুন লাগলে রাস্তাটির বেহাল দশার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না। এতে অনেক পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ষাট বছরের বৃদ্ধা মোঃ রফিক মিয়া জানান, সংস্কারের অভাবে রাস্তাটি দীর্ঘদিন ধরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গাড়ি দিয়ে আসতে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে মানুষের।
বাবা'রে বলে কি হবে! সরাইল- অরুয়াইল রাস্তার আগা,নিস ভালো,পেটের অবস্থা খারাপ।অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন বলেন, সরাইল-অরুয়াইল রাস্তা উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা,এটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রাস্তা। অরুয়াইল থেকে ভুইঁশ্বর ও চুন্টা ব্রীজ পযর্ন্ত আড়াই কিঃ মিঃ রাস্তার সংস্কার না করাই লাখো মানুষের দুর্ভোগ চরম সীমানায়।
আমি মনে করি, কর্তৃপক্ষ এই বিষয় নজর দিবেন এবং এ কাজটি সম্পন্ন করবেন এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে।স্থানীয় অরুয়াইল ইউ.পি আওয়ামীলীগে'র সভাপতি মোঃ আবু তালেব মিয়া বলেন,রাস্তার এ বেহাল দশার জন্য চলাচল করতে মানুষের কষ্ট যাতে না হয়।উপজেলা প্রশাসনকে আমরা জানিয়েছি।
আমাদের সরকারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করতে চাই এ রাস্তাটি দ্রুত সংস্কারের কাজ শুরু করতে। লাখো মানুষও শিক্ষার্থী, ব্যবসায়ী,মুমূর্ষু রোগী'রা প্রতিদিন জেলা -উপজেলায় যাতায়াত করে। আমাদের সরকার উন্নয়নের সরকার এই সরকারের আমলে এই আড়াই কিলো রাস্তার কেন?এ অবস্থা এটা দুঃখজনক।
আমি মনে করি কর্তৃপক্ষের উদাসীনতা !! সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মোছাঃ নিলুফার ইয়াসমিন বলেন,সরাইল-অরুয়াইল রাস্তা প্রায় আড়াই কিঃ মিঃসংস্কারে কাজ বাকী রয়েছে এটুকু ডিজাইন সিটে রয়েছে। এর মধ্যে কুমিল্লা অঞ্চলের স্যার পরিদর্শন করেছেন। অনুমোদন হলে অতি শীগ্রই কাজ করা হবে ইনশাল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ শিরাজুল ইসলাম বলেন, সরাইল-অরুয়াইল রাস্তার ব্যাপারে সব কাগজপত্র পাঠানো হয়েছে। আশা করছি অনুমোদন হলে আমরা কিছু দিনের মধ্যেই কাজ শুরু করতে পারব।
সরাইল উপজেলা নিবার্হী অফিসার এ প্রতিনিধিকে বলেন,সরাইল- অরুয়াইল রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কিছুদিন আগে এলজিইডির উর্দ্ধতন কর্মকর্তারা রাস্তাটি পরিদর্শন করেছেন। কিছু সমস্যা ছিল সবাই আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে।দ্রুত সময়ে রাস্তাটি বাকী অংশের সংস্কার করা হবে।