প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ২০:১৪
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ জন কাউন্সিলর প্রার্থীকে ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন এ জরিমানা করেন। এসময় ভূঞাপুর থানা উপ-পরিদর্শক টিটু চৌধুরীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ১০ জন কাউন্সিলর প্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। যদি কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।