প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ১৪:৫৩
নেছারাবাদে পরীক্ষিত আওয়ামীলীগদের উপেক্ষা করে মেয়র পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন স্বরূপকাঠি পৌর আওয়ামীলীগের সভাপতি ও স্বরূপকাঠি পৌরসভার বর্তমান মেয়র গোলাম কবির। তিনি বিগত পাচ বছরে মেয়র থাকাকালীন শূন্য থেকে অবৈধভাবে তিনগুন ব্যক্তিগত সম্পদ বাড়িয়েছেন।
স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।নেছারাবাদ(স্বরূপকাঠি)উপজেলা আওয়ামীলীগের ব্যানারে সোমবার সকালে স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তবে, এ সংবাদ সম্মেলনে দেখা যায়নি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ এবং সম্পাদক এস এম ফুয়াদকে।আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এস এম মুইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান রনি দত্ত,
সাংগঠনিক সম্পাদক সালাম সিকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী তৈমুর রহমান সহ কয়েকজন স্থানীয় আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে নৌকা মার্কার পক্ষে কাজ না করার অভিযোগ তুলে গত শনিবার সকালে সংবাদ সম্মেলন করেন নৌকা মার্কার মেয়র প্রার্থী মো: গোলাম কবির।
তারই ধারাবাহিকতায় এক দিনের মাথায় সোমবার উপজেলা আওয়ামীলীগের ব্যানারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এস এম মুইদুল ইসলাম পাল্টা এ সংবাদ সম্মেলেনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক সালাম সিকদার লিখিত বক্তব্যে পাঠ করেন।উপজেলা আওয়ামীলীগের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ অধ্যক্ষ মো: শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সালাম সিকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজী সাইফুদ্দীন তৈমুর, শ্রমিক লীগের সভাপতি মো: ফায়েজ, মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম বলেন, স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী গোলাম কবির ও নৌকা ডোবানো নির্বাচন পরিচালনা কমিটির কেহই তাদের নির্বাচনে ডাকছেন না। তারপরও তারা নিজেদের জায়গা থেকে যেভাবে পারছেন নৌকার পক্ষে কাজ করছেন।