প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ১৫:১
ইতিহাস আর প্রাচীন ঐতিহ্য"সরাইল পরগনার" এখন সরাইলের কিছু অংশে, সরাইল- নাসিরনগর রাস্তার কাজ কয়েক দিন হয় চলছে। নিয়মিত ঘুরতে বা কিছু কেনাকাটা করতে আজ বিকালে মেহজাবিন উচালিয়া পাড়ার মোড়ে রিকশায় উঠে বলে,
বাবা রাস্তার দুই পাশে এতো গাড়ি কেন? মা'রে সরাইল- নাসিরনগর রাস্তার কাজ চলছে। দেখ রাস্তার পিচ ঢালাইয়ের কাজ করছে। মা'রে দু-পাশে রাস্তায় গাড়ি এসে যানজট হয়েছে। মেহজাবিন বলে বাবা,এ রাস্তার বরাদ্দ কত,আর কতটুকু রাস্তা। মা'রে সড়ক ও জনপদ অফিস সুত্রে জানান,
সরাইল কুট্রাপাড়া ব্রীজ থেকে লাখাই পযর্ন্ত বিশ কিলোমিটারও সরকারি বরাদ্দ ১৯ কোটি টাকা প্রায়। বাবা এতো টাকার কাজ ও বড় রাস্তার কাছ চলছে অফিসের তদারকি কর্মকর্তা দেখছি না। তাহলে কাজের গুনগতমান দেখশন করবে কে? বলেই মেহজাবিন বলে,
দেখো বাবা রাস্তায় কি ময়লা উপরে পিচ ঢালাই করবে। মা'রে তুমি এতো কিছু দেখার দরকার কি? মা'রে,ওই দেখো সড়ক বিভাগের একজন লোক আছে, দেখি সে কি বলে, রিকশায় থেকে জিজ্ঞেস করলাম হুমায়ুন ভাই কাজের কি অবস্থা। তিনি বলেন, দেখনা রাস্তার পিচ ঢালাইয়ের কাজ চলছে। ভাই রাস্তা কত ইঞ্চি ঢালাই হচ্ছে। তিনি বলেন,
পিচ ঢালাইয়ের ২ ইঞ্চি-(৫০ মিলি)ধরা আছে দুই ইঞ্চি ঢালাই। তিনি বলেন, মেশিনে ঢালা হচ্ছে। আমি বলাম, কাজের গুণগত মান ঠিক আছেনি ভাই,উওরে হুমায়ূন ভাই বললেন, কাজ ঠিকই চলছে মেশিনে কোন কারচুপি করার সুযোগ নাই।
অফিসের লোকের কথা শুনে মেহেজাবিন বলে বাবা, অনার কথা সবই ঠিক আছে, তবে বাবা মিশিনে সর্বপ্রথম আমি দেখলাম রাস্তার পিচ ঢালাই দিতে। কিছুদিন আগে আমাদের উচালিয়া পাড়া গ্রামের রাস্তায় এলজিইডি কাজ করছে মিশনে কিন্তু করে নাই।
তবে বাবা, উনি কিন্তু বলেনি পাথর ভাল কি-না? পিচ(বিটুমিন ) মান সম্মত কি? মা'রে তোমার এত কিছু জানার দরকার নেই। বাবা এটা ঠিক বলেন নি, সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে, রাস্তা নির্মাণ করে টিকসই হওয়ার জন্য! মুখের দিকে লক্ষ্য করে মেহজাবিন বলে,বাবা রাগ করবেন না,
রাস্তায় ব্যবহারের মাল যদি সঠিকভাবে দেওয়া না হয়, তাহলে টিকসই হবে না। আর টিকসই উন্নয়ন না হলে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই বাবা,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি,পাথর পিচ বা ইট সঠিকভাবে দেওয়া হলে রাস্তার সঠিক মানটিক থাকলে রাস্তা দীর্ঘদিন টেকসই হয়।
বাবা,টিকসই উন্নয়নে সরকারের যেমন সফলতা আসে থেমেই জনগণেরও দুর্ভোগ হয় না। মা'রে তুমি এত কিছু নিয়ে কথা বলোনা দেখনা মেশিনে কাজ হচ্ছে। মেহজাবিন বলে, বাবা মেশিনে কাজ হচ্ছে তা আমিও দেখছি? মিশিনে মাল ঢালছে কিন্তু মেশিন তো জানে না,
পিচ কোনটা এক নম্বর, পাথর কোনটা এক নম্বর,বা কাঠা পাথর কি না, এরাস্তার জন্য মেটেরিয়ালস ঠিক আছে কিনা এ সব মেশিন বুঝে না। তাই বাবা আমি ছোট্ট মানুষ হতে পারি তবে আমি জানি,এগুলা জানে কর্মকর্তা তাই কর্মকর্তারা দেখতে হয়, মালের গুনগতমান ঠিক আছে কি না??