প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ১৯:৪৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় সাইকেল চুরির প্রচেষ্টা কালে ২জন চোরকে আটক করা হয়েছে। বুধবার(১৩ জানুয়ারি) রুহিয়া থানাধীন ঘুরন গাছ চারপুকুর নাম স্থানে স্থানীয়রা আটক করেন তাদের। আটককৃত চোরেরা হলেন পাড়িয়া শিংহাড়ী গ্রামের ইউনুস আলীর ছেলে আমিনুল ইসলাম(২৭) ও হরিণ মারী বেলহারহাট এলাকার কাবিল ইসলামের ছেলে নয়ন(২৬)।
স্থানীয় এলাকাবাসী জানান,আমরা দুজন চোরকে চুরি করে সাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তায় হাতে নাতে ধরে ফেলি। পরে আমরা চোরদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়ার জন্য ইউপি সদস্য সালোয়ার এর কাছে হস্তান্তর করি। কিন্তু ইউপি সদস্য চোরদের ইউনিয়ন পরিষদের না নিয়ে তার হাস্কিং মিলের একটি কক্ষে আবদ্ধ করে মধ্যযুগীয় কায়দায় টর্চার করতে থাকে।
এ বিষয়ে খবর পেয়ে সাংবাদিকগন ঘটনা স্থানে গেলে ঐই ইউপি সদস্যের কথা মত কিছু বখাটে ছেলে সাংবাদিকদের ভিতরে প্রবেশ ও ছবি তুলতে বাধা প্রদান করে।
ইউপি সদস্য জয়নাল আবেদীন(সালোয়ার) এর সাথে মোবাইলফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা হলে তিনি বারবার কলটি কেটে দেন।
রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান,আমি একটি সালিশে রয়েছি পরে কথা হবে বলে ফোনটি কেটে দেন।