প্রকাশ: ৬ জানুয়ারি ২০২১, ১৩:৪৫
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চিড়াইপাড়া গ্রামের উওর চিড়াইপাড়া নুরানী- হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার (৫ জানুয়ারি) অত্র মাদ্রাসা মাঠে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে ওয়াজ নসিহত করেন মাদারীপুর চন্ডিবর্দির পীর সাহেব আমিরের সালিহিন আলহাজ্ব হযরত মাওলানা আলী আহমেদ চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে ওয়াজ করেন, আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল জব্বার জিহাদী সাহেব মাদারীপুর ও হাফেজ মুহাম্মদ ফরিদ উদ্দিন খান। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আ:রহিম খান ।
মাহফিলের সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন অত্র মাদ্রাসার পরিচালক ইতালি প্রবাসী মোঃ আজাদ হোসেন খান। এছাড়া তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন তারই আপন বড় দুই ভাই একজন ইংল্যান্ড প্রবাসী মোঃ এমদাদ হোসেন খান অপরজন সুইজারল্যান্ড প্রবাসী মোঃ শাহাদাত হোসেন খান।
মাদ্রাসার পরিচালক ইতালি প্রবাসী আজাদ হোসেন খান জানান, চলতি বছর মাদ্রাসা থেকে ৭ জন ছাত্র হাফেজ হয়েছে। তারা হলেন, মাদারীপুর জেলার হাফিজুল ইসলাম, নড়াইল জেলার ইসমাইল হোসেন, শরীয়তপুর জেলার সাকিব আব্দুল্লাহ, পিরোজপুর জেলার শাহ আলম, গোপালগঞ্জ জেলার মিনহাজুল ইসলাম, বাগেরহাট জেলার আব্দুল হামিদ ও খুলনা জেলার আব্দুল কাদের।
তিনি আরও জানান, মাদ্রাসায় দুইজন শিক্ষক ও ২৯ জন ছাত্রসহ একজন বাবুর্চি রয়েছে। তিনি বলেন, মাদ্রাসার ছাত্রদের বিনামূল্যে থাকা খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে। এজন্য আমাদের প্রতিমাসে ৫০ থেকে ৫৫ হাজার টাকা ব্যয় হয়। যা কারো কাছ থেকে কোন অর্থ বা সহযোগিতা নেওয়া হয়না।