প্রকাশ: ৫ জানুয়ারি ২০২১, ২২:৪৯
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ১৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক অধিকার নিউজ ও বাংলা ট্রিবিউন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাফর আহমেদ (শিমুল) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশন ও জাগো নিউজ এর প্রতিনিধি তাওসিফ মুছা।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ডিআইইউসাস নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ফাইজুল-হক নোমান, মাসুদুর রহমান (উপদেষ্টা, নির্বাচন পরিচালনা কমিটি) এবং ইউসুফ আল রাকিব (উপদেষ্টা, নির্বাচন পরিচালনা কমিটি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ঘোষণা দেয়া হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্ব পশ্চিম ও সময় সংযোগ-২৪ এর মকবুল হোসাইন এবং যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে পিবিএন-২৪ এর মাহমুদুল হাসান ও দ্য ডেইলি ক্যাম্পাসের সাদিয়া তানজিলা সানভি নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নতুন কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক রাইজিংবিডির সিরাজাম মুনিরা, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দিনের শুরুর কাজী ফিরোজ আহমেদ।সহ- দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালের সংবাদের সাজিদ হাসান।অর্থ সম্পাদক সময় জার্নাল ও ইউনাইটেড নিউজ-২৪ এর ইসমাম হোসেন।
শিক্ষা বিষয়ক সম্পাদক বিডিনিউজ গ্লোবালের তানজিলা আক্তার লিজা।নারী বিষয়ক সম্পাদক ভার্সিটি ভয়েসের ইসরাত জাহান।সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দৈনিক আলোকিত ভোরের জাহিদ হাসান পিয়াস।ক্রীড়া সম্পাদক দ্য ক্যাম্পাস টুডের মিহাদুল ইসলাম মিজান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন : ইএম রাহাত ইসলাম (দৈনিক আলোকিত ভোর), রুহুল আমিন (ইনিউজ-৭১) এবং তানভীর রহমান (পিআরবি নিউজ-২৪)।।