প্রকাশ: ৪ জানুয়ারি ২০২১, ২১:২৭
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১০ নম্বর খেরুয়াজানী ইউনিয়নের যাত্রাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (৩ জানুয়ারি) মধ্যরাতে শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটে, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মুনসুর।
কারা এ কাজ করতে পারে তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুত শহীদ মিনারটি মেরামতের কাজ শুরু করা হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন হিরা জানান, যারা শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তারা দেশের শত্রু। এটা একটা উসকানিমূলক ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলেই অপরাধীরা ধরা পড়বে।