প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১৬:১৯
একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে দ্বিতীয় দফায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন শুরু করেছে অনলাইনভিত্তিক সেচ্ছায় রক্তদান সংগঠন “ভূঞাপুর ব্লাড ব্যাংক”।
নতুন কুড়িঁ ক্রীড়া সংঘের আয়োজনে রবিবার (২৭ ডিসেম্বর) পৌর এলাকার গণেশ মোড়ের তাওহিদ একাডেমীতে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্যাথলজিস্ট সুমন, মেডিক্যাল এসিস্ট্যান্ট আতিক, নতুন কুড়িঁ ক্রীড়া সংঘের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক স্বপন সরকার, ভূঞাপুর ব্লাড ব্যাংকের আহবায়ক মো. অনিক।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভূঞাপুর ব্লাড ব্যাংকের সদস্য মানিক, সৈকত, বাপ্পি, প্লাবন, আশিক, সুমনা, মরিয়ম, মুনিরা প্রমুখ।