প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১৪:১২
নাটোরের লালপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও বসতঘর নির্মান করে দিয়েছে ফুটব্যাংক নামে সেচ্ছাসেবী সংগঠনরবিবার সকালে ফুটব্যাংক এর প্রতিষ্টাতা চেয়ারম্যান দক্ষিণ করিয়া প্রবাসি শাহ পরান এর উদ্যোগে উপজেলার মোহরকয়া গ্রামে আশুরা খাতুন নামেন একজন আসহায় কে নতুন বসতঘর নির্মান ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।