প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২০, ১:৯
পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের একশত অসহায় পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসি.নেট এর সহায়তায়, ব্রেড ফর.দি ওর্য়াল্ড এর অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায়, নাগরিক উদ্যোগের বাস্তবায়নে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, সমাজ সেবক আঃ লতিফ খসরু, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম মনির, উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন তালুকদার প্রমুখ। খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রতি প্যাকেটে ছিল ৫০কেজি চাল, ৩কেজি ডাল, ২লিটার তেল, ২কেজি লবন, ৫কেজি আলু, দুধ, মাস্ক, সাবান। প্রধান অতিথি বলেন, আজ নাগরিক উদ্যোগ আপনাদের যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন তা দিয়ে একটি পরিবারের দু’মাস চলবে। এজন্য নাগরিক উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি। করোনা থেকে বাঁচতে হলে আমাদের নিয়মিত মাস্ক পরতে হবে। হাতধৌত করা ও নিরাপাদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।