ঝালকাঠির রাজাপুর উপজেলায় "জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়" প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিক, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক সিদ্দিকীর সঞ্চালনায় আয়োজিত এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা মৎস্য অফিসার গৌতম মন্ডল এবং উপজেলা কৃষি অফিসার মোসাঃ শাহিদা শারমিন আফরোজ।
রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিক এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উল্লেখযোগ্য আকর্ষণ হয়ে উঠেছে। নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান মনস্কতা জাগ্রত করতে এবং প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
দুই দিনব্যাপী এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। বিজ্ঞানমেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও মননশীলতা তুলে ধরার সুযোগ পাচ্ছে।
প্রধান অতিথি রাহুল চন্দ তাঁর বক্তব্যে বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম। শিক্ষার্থীদের এই উদ্যোগ আমাদের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি তৈরি করবে।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।