"মা হতে যাচ্ছে ভিক্ষুকের আশ্রয়ে থাকা প্রতিবন্ধী আকলিমা, দায়িত্ব নিবে কে?" এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর দেবীদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা দায়িত্ব নিলেন বাক ও বুদ্ধি প্রতিবন্ধী আকলিমার।
শনিবার সন্ধ্যায় ইউএনও নিগার সুলতানা ফতেহাবাদ ইউনিয়নের দুর্গম ঘোষঘর পূর্বপাড়া গ্রামে যান। সেখানে তিনি আকলিমার আশ্রয়দাতা আয়শা বেগমের বাড়িতে উপস্থিত হয়ে প্রতিবন্ধী নারীর খোঁজখবর নেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিক্ষার কাজে বাইরে থাকা আয়শা বেগমকে পাওয়া না গেলেও ইউএনও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালান।
নিগার সুলতানা প্রতিবন্ধী নারীর জন্য শীতবস্ত্র, খাবার, এবং ১০ হাজার টাকা অনুদান দেন। তিনি আশ্বাস দেন যে আকলিমার প্রসবকালীন চিকিৎসা থেকে শুরু করে ভবিষ্যতে আবাসনসহ সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, রবিবার থেকে আকলিমার চিকিৎসার সব ব্যয়ভার উপজেলা দরিদ্র কল্যাণ তহবিল থেকে বহন করা হবে। পাশাপাশি তাকে প্রতিবন্ধী কার্ড ও ভাতা প্রদান করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের ভাষ্যমতে, ২০ বছর বয়সী বাক ও বুদ্ধি প্রতিবন্ধী আকলিমা ২৩ দিন আগে সুবিল বাজার থেকে ভিক্ষুক আয়শা বেগমের বাড়িতে আশ্রয় নেন। আয়শা বেগম স্বামীর মৃত্যুর পর নিজের এবং প্রতিবন্ধী ভাইয়ের দেখভাল করছেন। আকলিমা তার বাড়িতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি নিজের সামান্য উপার্জনে তার খাবারের ব্যবস্থা করে আসছেন।
আয়শা বেগম জানান, আকলিমার কথা বলতে না পারা এবং তার বর্তমান শারীরিক অবস্থা তাকে চিন্তিত করে তুলেছে। প্রতিবন্ধী নারীর গর্ভের সন্তানের বয়স আনুমানিক আট মাস হওয়ায় তার চিকিৎসা ও প্রসব নিয়ে আশ্রয়দাতা দুশ্চিন্তায় ছিলেন।
এ ঘটনায় ইউএনও নিগার সুলতানা ও স্থানীয় প্রশাসনের পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, আকলিমা এবং তার ভবিষ্যৎ সন্তান একটি নিরাপদ জীবন পাবেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।