প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ১:৪
জয়পুরহাটের পাঁচবিবিতে ভ্যালেনসিয়া জাতের আলুর ক্ষেত পরির্দশন করছেন কৃষি মন্ত্রনালয়ের মহাপরিচালক মোঃ আবু জুবাইর হোসেন বাবলু।
বৃহস্পতিবার বিকেলে এসিআই সীড কোম্পানীর আয়োজনে উপজেলার ভাড়াহুত গ্রামে কৃষক ইলিয়াস হোসেনের উঠানে আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ওই গ্রামের বিশিষ্ট বীজ ব্যবসায়ী মোঃ দুলাল শেখ এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের মহাপরিচালক মোঃ আবু জুবাইর হোসেন বাবলু।
এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ, জয়পুরহাট জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভিন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, এসিআই সীড কোম্পানীর জেনারেল ম্যানেজার এ কে এম শাহিনুর রহমান, বিজনেস ডিরেক্টর শ্রী সুধীর চন্দ্র নাথ, এরিয়া সেলস্ এক্সিকিউটিভ মোহাম্মদ নুরুন-নবী, পোর্ট ফলিও ম্যানেজার গোলাম মোস্তফাসহ জেলা- উপজেলার বীজ ব্যবসায়ী ও এলাকার শতাধিক চাষীরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে বক্তারা বলেন,প্রতি বিঘায় ২০-২৫ হাজার টাকা খরচে ৮৫ দিন বয়সে ১৩০-১৪০ মণ আলু পাওয়া সম্ভব। রোগবালাই ও খরচ কম অপরদিকে ফলন ও লাভ বেশী হয় অন্য জাতের আলুর তুলনায় এই জাতের আলুর উৎপাদন বেশি হয়। কৃষকদের এ জাতের আলু বেশী বেশী চাষের পরার্মশও প্রদান করা হয়।