প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিদর্শনকালে দেশি-বিদেশি গণমাধ্যম তার সঙ্গে থাকবে বলে জানানো হয়েছে। গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার ও সংশ্লিষ্টদের স্বস্তি দিতেই প্রধান উপদেষ্টা সরেজমিনে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রেস উইং জানায়, আয়নাঘর পরিদর্শনের মাধ্যমে প্রধান উপদেষ্টা এ বিষয়ে সরাসরি তথ্য সংগ্রহ করবেন এবং পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। তার এই উদ্যোগ নিখোঁজদের পরিবারগুলোর মধ্যে আশার সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু বিতরণের ওপর জোর দেওয়া হয়েছে। বাজারে কৃত্রিম সংকট যেন সৃষ্টি না হয়, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সভায় বিদ্যুৎ সরবরাহ নিয়েও আলোচনা হয়। রমজানে লোডশেডিং এড়াতে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণব্যবস্থা স্বাভাবিক রাখার ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ বিভাগের সঙ্গে এ বিষয়ে শিগগিরই বৈঠক হবে বলেও জানানো হয়।
এদিকে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। রমজান সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে আলোচনা চলছে। এর আগে বিভিন্ন সময় রমজানের আগেই পণ্যের দাম নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আগেভাগেই বাজার মনিটরিং জোরদার করা হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমদানি প্রক্রিয়া সহজ করা, পাইকারি ও খুচরা বাজারে নজরদারি বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর থাকবে।
প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন এবং রমজান সংক্রান্ত এসব সিদ্ধান্ত কবে নাগাদ বাস্তবায়ন হবে, তা নিয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট মহল নজর রাখছে। বিশেষ করে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা চান, আয়নাঘর পরিদর্শনের পর তাদের আশঙ্কা ও দুর্ভোগ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।