৩১ ডিসেম্বর নিয়ে ফেসবুকে তোলপাড়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানালেন কি তা !

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪ ০৩:৩৩ অপরাহ্ন
৩১ ডিসেম্বর নিয়ে ফেসবুকে তোলপাড়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানালেন কি তা !

আগামী ৩১ ডিসেম্বরকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যদের ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। "Now or Never" স্লোগান ব্যবহার করে একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তারা।  


রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়করা তাদের পরিকল্পনার ব্যাখ্যা দেন।  


সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, "জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট প্রকাশ না হওয়ায় ফ্যাসিস্টরা বিদেশে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মানুষের নতুন আশা ও আকাঙ্ক্ষার ঘোষণা দেওয়া হবে। এই দিনটি হবে ’৭২-এর সংবিধানের কবর রচনার দিন।"  


জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "বাংলাদেশের মানুষের প্রত্যাখ্যাত সিস্টেমের বিপরীতে এই ঘোষণাপত্র হবে একটি নির্দেশিকা, যা নতুন বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা দেবে।"  


গত কয়েকদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ফেসবুকে বিভিন্ন স্লোগান ও পোস্ট দিয়ে ৩১ ডিসেম্বরের দিকে নজর টেনেছেন। "Comrades, Now or Never," লিখেছেন সংগঠনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। অন্য সদস্যরা পোস্টে ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।  


উল্লেখ্য, ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন ঘোষণাপত্র প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। এতে বিপ্লব ও নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরা হবে।  


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগ দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়াজুড়ে এখন প্রশ্ন, ৩১ ডিসেম্বর কী ঘটতে যাচ্ছে?