শেরপুর থেকে মোবাইল কিনতে ৫০ হাজার নিয়ে ঢাকার একটি শপিং মলে আসে ১০ বছরের এক শিশু। এ ঘটনায় সোমবার (২৭ মে) শিশুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। জানা গেছে, ঢাকার একটি শপিং মলে ভালো মানের মোবাইল ফোন পাওয়া যায়, ইউটিউবে এমন ভিডিও ও বিজ্ঞাপন দেখে শিশুটি শেরপুর থেকে ফোন কিনতে ঢাকায় আসে।
এ বিষয়ে পুলিশ বলছে, ১০ বছরের ওই শিশুটি পরিবারের কাউকে না জানিয়ে ৫০ হাজার টাকা নিয়ে ঢাকায় এসেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমে বলেন, শিশুটি ৫০ হাজার টাকা নিয়ে মোবাইল ফোন কিনতে আসার বিষয়টি দোকানের কর্মীদের সন্দেহ হলে তারা বিষয়টি শপিং মলের নিরাপত্তাকর্মীদের জানান। পরে তারা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।