পর্যটকদের থানচি ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৭ই জুলাই ২০১৯ ১১:৪৭ পূর্বাহ্ন
পর্যটকদের থানচি ভ্রমণে নিরুৎসাহিত করছে প্রশাসন

ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণে পর্যটকদের প্রশাসনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে তিনি আরও জানান, দু’দিনের টানা বর্ষণে সাঙ্গু নদীতে পানি অস্বাভাবিক পরিমাণে বেড়ে যাওয়ায় নৌপথে থানচির পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণে পর্যটকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হতে পারে। এছাড়াও নদীতে পানি বেশি হওয়ার স্থানীয়রাও নৌ পথে যাতায়াত বন্ধ রেখেছেন। ফলে সেখানে পর্যটকরা ঘুরতে আসলেও পাওয়া যাবে না কোনো নৌকা।

তিনি আরও জানান, নদীর অবস্থা স্বাভাবিক হলে আগের মত আবারও পর্যটকরা থানচিতে বেড়াতে আসতে পারবেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছরই থানচির রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের নাফাখুম, তাজিংডং, বড় পাথর, ছোটপাথর এবং আন্ধারমানিক ভ্রমণে শত শত পর্যটক আসেন। উল্লেখ্য, গত ৩০ জুন রোয়াংছড়ি থেকে তিনপাসাইতার বেড়ানো শেষে পায়ে হেঁটে রুমার পাইন্দু খাল পার হতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান নৌবাহিনীর কর্মকর্তাসহ এক কলেজছাত্রী। পরে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

ইনিউজ ৭১/এম.আর