মজিবর রহমান স্মৃতি প্রিক্যাডেট স্কুলের সাফল্যের তিন বছর

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২৫ ০৬:৪৪ অপরাহ্ন
মজিবর রহমান স্মৃতি প্রিক্যাডেট স্কুলের সাফল্যের তিন বছর

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়ায় মজিবর রহমান স্মৃতি প্রিক্যাডেট স্কুলের সাফল্যের তিন বছর পূর্তি উপলক্ষে নবীনবরণ, বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 


আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টার সময় মজিবর রহমান স্মৃতি প্রিক্যাডেট স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 


মজিবর রহমান স্মৃতি প্রিক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী মতিয়ার রহমান মোল্লা। 


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক  মঞ্জুর হোসেন টকি, বীর মুক্তিযোদ্ধা ও  সাবেক ইউ পি সদস্য আমিরুল ইসলাম মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ও অবসরপ্রাপ্ত  শিক্ষক রেজাউল হক মাস্টার সহ প্রমুখ। 


বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, নার্সারী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত মোট ৩১ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান সহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  দেওয়া হয়।