বরিশালে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে নাচ-গানে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪ ০৬:৪৩ অপরাহ্ন
বরিশালে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে নাচ-গানে নিষেধাজ্ঞা

বরিশাল মেট্রোপলিটন এলাকায় ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে উন্মুক্ত স্থানে নাচ-গানের আয়োজন, পটকা ও আতশবাজি ফোটানো, এবং ফানুস ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এতে বলা হয়, ইংরেজি নববর্ষ বা থার্টি ফার্স্ট নাইট শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্সের স্মারকের আলোকে বরিশাল মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ২৯, ৩০, ৩১, ৩৪ ও ৩৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


নিষেধাজ্ঞার আওতায় উন্মুক্ত স্থানে বা রাস্তায় কনসার্ট, নাচ-গান, পটকা ও আতশবাজি ফোটানো এবং ফানুস ওড়ানোর মতো কার্যক্রমের আয়োজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। বরিশাল মহানগরীতে ৩০ ও ৩১ ডিসেম্বর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, “ইংরেজি নববর্ষ উদযাপনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ ও নিরাপদ উদযাপন নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।”


এ নিষেধাজ্ঞার বিষয়ে নগরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সব ধরনের জনসমাগম ও কার্যক্রম আইনানুগভাবে পরিচালিত হতে হবে।”