কুড়িগ্রাম জেলায় বাল্যবিবাহের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মিলিত উদ্যোগ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাগেশ্বরী উপজেলা হল রুমে সকাল থেকে দুপুর পর্যন্ত চার ঘন্টা ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির (এমজেএসকেএস) উপ-পরিচালক শ্যামল চন্দ্র সরকার এতে সভাপতিত্ব করেন। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ সভায় প্রধান অতিথি ছিলেন। প্রধান আলোচক ছিলেন যুমনা টিভির সিনিয়র রিপোর্টার ও প্রেজেন্টর ফারহানা জামান ন্যান্সি।
নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, নাগেশ্বরী যুব উন্নয়ন অফিসার ময়দান আলী, ভূরুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, যমুনা টিভির সিনিয়র করেসপনডেন্ট মাজহারুল মান্নান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইয়ুথ লিড টেকনিক্যাল ষ্পেশালিষ্ট শারমিন মমতাজ ও এমজেএসকেএসে স্পন্সরশিপ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তারেক আজিজ বিশেষ অতিথি ছিলেন।
এতে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, যুব সংগঠনের সভাপতি, সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়া নিজেদের বাল্যবিবাহ বন্ধ করে সাড়া ফেলে দেয়া সাহসী মেয়েরা সভায় অংশ গ্রহণ করে।
এমজেএসকেএসের সিএনবি প্রকল্পের ইয়ুথ লিড টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।