প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭

আইপিএলের আসন্ন মিনি নিলামকে ঘিরে এবার ব্যতিক্রমী সাড়া পাওয়া গেছে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর মোট ১,৩৫৫ জন ক্রিকেটারের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে হস্তান্তর করেছে আইপিএল কর্তৃপক্ষ। এবারের নিলামে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় জায়গা পেয়েছেন ৪৫ জন ক্রিকেটার। উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ থেকে এই তালিকায় স্থান পেয়েছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, অলরাউন্ডার সাকিব আল হাসানকে রাখা হয়েছে এক কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
