প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:১৭

মিরপুর টেস্টে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে অংশ নিয়েই প্রতিষ্ঠা করলেন এক অনন্য মাইলফলক। মাইলফলকের ম্যাচে ব্যাট হাতেও দারুণ ইনিংস উপহার দিয়েছেন তিনি। প্রথম দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন এই উইকেটকিপার ব্যাটার।
