মৌলভীবাজারে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত সম্পত্তিতে হামলা, ভাংচুর কিংবা লুটপাট চালিয়ে কেউ পার পাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান পরিদর্শনে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে যেসব ব্যক্তি বা গোষ্ঠী দেশবিরোধী অপতৎপরতা চালিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিন সকালে মৌলভীবাজার শহরের বাটা শোরুম ও কয়েকটি কোমল পানীয়ের গোডাউন ঘুরে দেখেন পুলিশ সুপার। এসময় সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা কর্মসূচির নামে সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা বরদাশত করা হবে না। যারা এ ধরনের ঘটনায় জড়িত থাকবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন আরও বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে সাধারণ মানুষের ক্ষতি সাধন করছে। তারা নিজের স্বার্থ হাসিলের জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, হামলাকারী বা লুটেরাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির ও মৌলভীবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিনহাজুল কবির উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আরও বলেন, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি কিংবা ব্যক্তিগত মালামালে হামলা চালিয়ে কেউ নিরাপদ থাকবে না। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পুলিশ সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে।
তিনি আরও জানান, আইন নিজের হাতে তুলে না নিয়ে, যে কোনো অপ্রীতিকর ঘটনা পুলিশের কাছে জানানোর আহ্বান জানাচ্ছি। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। কারণ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কারও সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট কিংবা ভাংচুরের সুযোগ নেই।
এ সময় পুলিশ সুপার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। জেলা পুলিশ আপনাদের পাশে আছে। যে কোনো সময় সমস্যা হলে তাৎক্ষণিক পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তিনি।