নারী-পুরুষ সবাইকে পাবলিক প্লেসে ধূমপান না করার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ২রা মার্চ ২০২৫ ১০:১৩ অপরাহ্ন
নারী-পুরুষ সবাইকে পাবলিক প্লেসে ধূমপান না করার অনুরোধ

নারী-পুরুষ সবার প্রতি উন্মুক্ত স্থানে ধূমপান না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের প্রতি রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানান।  


তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে রমজানে পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, অথচ বাংলাদেশে উল্টোটা হয়। এ সময় ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন, যা ভোক্তাদের কষ্ট দেয়। তাই ব্যবসায়ীদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখেন এবং যতটা সম্ভব কম দামে পণ্য বিক্রি করেন। এতে সাধারণ মানুষের স্বস্তি বাড়বে।  


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার বাজার কিছুটা স্থিতিশীল, গত বছরের তুলনায় জিনিসপত্রের দাম কিছুটা কম রয়েছে। অভিযান চালিয়ে যদি দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, তবে সেটি ভালো, তবে কোনো অভিযান ছাড়াই যদি নিয়ন্ত্রণ সম্ভব হয়, সেটি আরও ভালো।  


সম্প্রতি লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা প্রকাশ্যে ধূমপান করছিলেন, সে সময় কয়েকজন নামাজ পড়তে যাচ্ছিলেন। পাবলিক প্লেসে ধূমপান করা নারী-পুরুষ সবার জন্যই অনুচিত এবং এটি আইনত দণ্ডনীয়। তাই সবাইকে অনুরোধ করব, উন্মুক্ত স্থানে ধূমপান থেকে বিরত থাকার জন্য।  


রমজানে সংযমের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ধর্ম উপদেষ্টাও সবাইকে অনুরোধ করেছেন, দিনের বেলায় প্রকাশ্যে খাবার না খেতে। এতে রোজাদারদের সম্মান করা হয়। রমজান সংযমের মাস, তাই এ সময় সবাইকে ধৈর্যশীল ও সহনশীল হওয়া উচিত।  


তিনি আরও জানান, পুলিশ লাইনে কর্মরত সদস্যদের জন্য রমজানে বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়। ব্যারাকের সদস্যদের জন্য নির্ধারিত খাবারের চেয়ে বেশি পরিমাণ খাবার সরবরাহ করা হয়, যাতে তারা ভালোভাবে সেহরি ও ইফতার করতে পারেন।  


উপদেষ্টার এসব বক্তব্যের পর সাধারণ মানুষের প্রত্যাশা, বাজার নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে। রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে এবং প্রকাশ্যে ধূমপানসহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা কমে আসবে বলে সবাই আশা করছেন।