রাজবাড়ীর গোয়ালন্দে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে বিকালে উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বেলা ১১ টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদে এ কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ছোট ভাকলা ইউনিয়নের বিট অফিসার এস আই ফরিদ উদ্দিন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ দিকে দেবগ্রাম ইউনিয়নের বিট অফিসার এস আই শিহাব উদ্দিন, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ প্রমুখ।
সভায় ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে সকলের বক্তব্য শুনেন এবং সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহন করেন। তিনি আরও বলেন, তিনি সুন্দর একটি গোয়ালন্দ গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।