খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ ০৯:১৯ অপরাহ্ন
খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাড. মো. আসলাম মিয়া।


বিশেষ অতিথি হিসেবে সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুন্সী মো. আঃ জব্বার, জেলা আয়কর কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, খানখানাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. আহসান হাবিব শাহিন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মো. আসলাম মিয়া বলেন, সুশিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত এগিয়ে যেতে পারে। তাই সোনার বাংলা গড়ার জন্য শিক্ষার্থীদের অবশ্যই লেখাপড়ায় মনোযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে।