স্পট ফিক্সিংয়ের অভিযোগ বিজয়ের বিরুদ্ধে, দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
জিহাদ হায়দার , ক্রীড়া প্রতিবেদক ইনিউজ৭১
প্রকাশিত: শনিবার ১লা ফেব্রুয়ারি ২০২৫ ১২:০২ অপরাহ্ন
স্পট ফিক্সিংয়ের অভিযোগ বিজয়ের বিরুদ্ধে, দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনামুল হক বিজয়ের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে, যা নিয়ে এখন তদন্ত চলছে। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও অভিযোগটি এখনো প্রমাণিত হয়নি, তবুও বিসিবির দুর্নীতি দমন বিভাগের অনুরোধে সরকারের সংশ্লিষ্ট সংস্থা এনামুলের দেশত্যাগে বাধা দিয়েছে। বিসিবির এক কর্মকর্তা জানান, ইমিগ্রেশন বিভাগকে এনামুলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। 


এই নিষেধাজ্ঞা আপাতত একটি আপৎকালীন সিদ্ধান্ত। তদন্ত চলাকালীন সময়ে এনামুলকে দেশে রাখাই এর উদ্দেশ্য। তবে অভিযোগ প্রমাণিত না হলে এই নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেওয়া হতে পারে। এনামুল হক বিজয় এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে থাকলেও এই অভিযোগ তার ক্যারিয়ারে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। 


এনামুল ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ছাড়াও অন্য তিনটি দলের সদস্যদের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। চলতি মৌসুমের শুরুতে এনামুল রাজশাহী দলের অধিনায়ক ছিলেন, কিন্তু দলের খারাপ পারফর্ম্যান্সের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়। এখন তাসকিন আহমেদের নেতৃত্বে রাজশাহী প্লে অফে খেলার সুযোগ পেয়েছে। 


এই ঘটনাটি বিপিএলের ভাবমূর্তিকে কিছুটা ক্ষুণ্ন করেছে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে। তবে বিসিবি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এনামুল হক বিজয়ের ভবিষ্যৎ এখন তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে।