ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম চাড়াখালী এলাকায় চাঁদা দাবির অভিযোগে স্থানীয় বিএনপি নেতা শিক্ষক বরকত (৪০) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভোগী পরিবার। অভিযোগের ভিত্তিতে জানা যায়, বরকত, যিনি ৩৮ নং পশ্চিম চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত, গত ২৩ জানুয়ারি এলাকায় বালু ভরাটের কাজে বাঁধা দেয় এবং চাঁদা দাবি করেন।
ভুক্তভোগী, মো. মফিজুল ইসলাম (২৫), যিনি স্থানীয় মতিউর রহমানের ছেলে, জানান, ওই সময় বরকত ২৫% চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেয় এবং নানা ধরনের গালমন্দ করে। মফিজুল এর প্রতিবাদ করলে বরকত তাকে মারধর করে এবং মামলার মাধ্যমে হয়রানির হুমকি দেয়। এ বিষয়ে গত ২৪ জানুয়ারি রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, বরকত চাঁদাবাজি ও জমি দখলকারী হিসেবে পরিচিত। এলাকার অনেক মানুষের জমি দখল করে নেয় এবং অবৈধ চাঁদা আদায় করে। কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, তাদের জমিতে বালি ফেলাতে গেলে বরকত ফুট প্রতি ৭৫ পয়সা করে টাকা দাবি করেন, তবে এখনও টাকা ফেরত দেননি।
অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, "এঘটনা সম্পর্কে আমি জানি না, তবে যদি কেউ লিখিত অভিযোগ দেয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এখন পর্যন্ত বরকত নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।