খাগড়াছড়ি জেলা পরিষদ ও বাজার চৌধুরীদের অংশগ্রহণে গঠনমূলক আলোচনা

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ২২শে ডিসেম্বর ২০২৪ ০৭:০৮ অপরাহ্ন
খাগড়াছড়ি জেলা পরিষদ ও বাজার চৌধুরীদের অংশগ্রহণে গঠনমূলক আলোচনা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বাজার চৌধুরীগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি বাজার ফান্ড কার্যালয়ে এই সভা আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও বাজার ফান্ডের আহ্বায়ক প্রশান্ত কুমার ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসাসহ জেলা বাজার ফান্ডের চৌধুরীগণ। সভার সঞ্চালনা করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বাজার ফান্ডের সমস্যা সমাধানে পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “বাজার ফান্ডের উন্নয়নে যেকোনো সমস্যা সমাধানে আমরা আন্তরিক। উন্নয়ন কার্যক্রমে পরিষদ সর্বদা পাশে থাকবে।”


সভায় অংশগ্রহণকারীরা বাজার ফান্ড পরিচালনা ও উন্নয়নে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে করণীয় নিয়ে আলোচনা করেন।


এই মতবিনিময় সভার মাধ্যমে জেলা পরিষদ ও বাজার চৌধুরীগণ একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসই খাগড়াছড়ির উন্নয়নের পথ সুগম করবে।”


বাজার ফান্ডের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতে জেলা পরিষদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জেলা পরিষদের সদস্যরা।