জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে জাতি আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে, তারা তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। তিনি এ মন্তব্য করেন রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের সমাবেশে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘‘শেখ পরিবার স্বাধীনতার কৃতিত্ব নিজেদের কাছে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছে এবং বাংলার আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছে।’’ তিনি জাতির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আগামীতে যদি কেউ দেশের স্বাধীনতা বা স্বাধিকার হরণ করতে চায়, তাদেরকে কঠোরভাবে প্রতিরোধ করা হবে।’’
তিনি বলেন, ‘‘বুকের রক্ত দিয়ে যে জাতি স্বাধীনতা আনা, তারা কখনোই নিজেদের অর্জন আর ছিনতাই হতে দেবে না।’’ ডা. শফিকুর রহমান আরো বলেন, ‘‘বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে আমাদের আরও একুশ বছর অপেক্ষা করতে হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে স্বাধীনতা যেন আবার হাইজ্যাক না হয়, সে জন্য বাংলার ১৮ কোটি মানুষকে একসাথে দাঁড়িয়ে পাহারা দিতে হবে।’’
এছাড়া তিনি জনগণকে ভোটার তালিকায় সবার নাম অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান। ‘‘একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, এ জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে,’’ বলেন তিনি। জামায়াত আমির তার বক্তব্যে সরকারের প্রতি দাবি জানান যে, নির্বাচন যেন সর্বোচ্চ নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়।
তিনি বলেন, ‘‘জনগণ যদি জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তবে দেশের বিক্রি আর হতে দেবে না।’’ জামায়াতের আমিরের এসব বক্তব্য দেশে রাজনীতি ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।