বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় সরাইলের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামের আমির এড. মনিরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোশতাক ফয়েজী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার এবং ছাত্র প্রতিনিধি ইফরান খান প্রমুখ।
বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতিচারণ করেন এবং স্বাধীন বাংলাদেশের অর্জন ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, হাজারো ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে এই স্বাধীনতা পেতে গিয়ে বহু ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। বক্তারা আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। একটি সুখী, সমৃদ্ধ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সকল দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়া তারা ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। জামায়াতে ইসলামীকে শক্তিশালী করার জন্য সকল দেশের প্রেমিক নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এই দোয়া মাহফিলের মাধ্যমে সরাইলের জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে পুনর্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।