কমলগঞ্জে সিএনজি থেকে ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ ১২:১৩ অপরাহ্ন
কমলগঞ্জে সিএনজি থেকে ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে শমশেরনগর টু ব্রাহ্মণবাজার রোডের সরিষতলা বাজারে চেকপোস্ট পরিচালনাকালে সিএনজি চালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়।


আটককৃতদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল থানার খেজুরীছড়া চা বাগানের অনীল খাড়িয়া (৩০), রাজেন খাড়িয়া (২৪) এবং সিরাজনগর গ্রামের ফুল মিয়া (৫৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা শ্রীমঙ্গল থেকে একটি মাদক চালান কুলাউড়ার ব্রাহ্মণবাজারের দিকে যাওয়ার খবর পায়। এরপর শমশেরনগরে চেকপোস্ট বসিয়ে ওই সিএনজি অটোরিকশাটি তল্লাশি করা হয়। তল্লাশিতে গাঁজা উদ্ধার হওয়ায় তিনজনকে আটক করা হয়।


শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুক জানান, “এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি বড় সফলতা। শ্রীমঙ্গল থেকে কুলাউড়ার দিকে আসা মাদক চালানকে আটক করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”  


মাদক ব্যবসার বিরুদ্ধে চলমান এই বিশেষ অভিযানে পুলিশের সাফল্য আরও অনেক অপরাধেরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।