“নারী-কন্যা সুরক্ষা করি” স্লোগানে কলাপাড়ায় র‍্যালি ও সভা

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ৯ই ডিসেম্বর ২০২৪ ০৬:৩৩ অপরাহ্ন
“নারী-কন্যা সুরক্ষা করি” স্লোগানে কলাপাড়ায় র‍্যালি ও সভা

পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।


উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভায় অংশ নেন কর্মকর্তারা।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার। প্রধান অতিথির বক্তব্য দেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, বন কর্মকর্তা মো: মনিরুল ইসলাম।


স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু।


অনুষ্ঠানে পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়, যাঁরা সমাজে বিশেষ অবদান রেখেছেন।

১. মোসাম্মৎ লায়লা বেগম: নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন।

২. তাপসী রানী: শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন।

৩. মোসাম্মৎ নাসিমা বেগম: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করেছেন।

৪. সুফিয়া বেগম: সফল জননী হিসেবে সমাজে অবদান রেখেছেন।

৫. মোসাম্মৎ নাদিয়া আক্তার মুক্তা: সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা পালন করেছেন।


আলোচনা সভায় বক্তারা নারীর সুরক্ষা, ক্ষমতায়ন এবং সহিংসতা মুক্ত সমাজ গঠনের উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি মো: জুয়েল ইসলাম বলেন, “নারী নির্যাতন প্রতিরোধ এবং সমতাভিত্তিক সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রশাসন, সমাজ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।”


সভায় উপস্থিত সবাই নারী সুরক্ষায় এবং নির্যাতন প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিকভাবে কাজ করার অঙ্গীকার করেন।