পটুয়াখালীতে দুই অপহরণকারী গ্রেফতার, উদ্ধার হলো অপহৃতরা

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ৯ই ডিসেম্বর ২০২৪ ০৬:১৬ অপরাহ্ন
পটুয়াখালীতে দুই অপহরণকারী গ্রেফতার, উদ্ধার হলো অপহৃতরা

পটুয়াখালী শহরে অপহরণের ঘটনা ঘটে, যা পুলিশ তদন্তের মাধ্যমে দ্রুত সমাধান করেছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ জানান, অপহৃতদের উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।  


গ্রেফতারকৃতদের নাম মাহামুদুল হাসান (২৭) এবং মো. আলী আজিম (৩০)। মাহামুদুল হাসান পটুয়াখালী শহরের বড় চৌরাস্তা এলাকার বাসিন্দা, আর আলী আজিম টাউন জৈনকাঠীর বাসিন্দা। পুলিশের অভিযানে অপহরণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং একটি অটো রিক্সা জব্দ করা হয়েছে।  


পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে পটুয়াখালী জজ কোর্ট এলাকা থেকে মো. আমিরুল ইসলাম (৪৩) এবং মো. কুদ্দুস ঢালী (৫০) নামের দুই ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করা হয়। অপহরণকারীরা তাদের আত্মীয়দের কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।  


ঘটনার পর, সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশকে অবহিত করা হয় এবং পরে তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশের ডিবি ইউনিট রাত ৯টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে অপহরণকারীদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত মালামালও জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, মুক্তিপণ না পেলে অপহৃতদের খুন করার পরিকল্পনা ছিল তাদের।  


এই ঘটনায় অপহৃতদের আত্মীয় কাজী মো. সুমন বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৬ হিসেবে রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে, জানান পুলিশ সুপার।