হিলিতে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ১১ই নভেম্বর ২০২৪ ০৪:৫৩ অপরাহ্ন
হিলিতে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় কৃষকদের জন্য সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সম্মেলন কক্ষে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। 


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী এবং প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাকিমপুর উপজেলার ১৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি জনকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএফপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা হবে, যা তাদের আর্থিক স্বচ্ছলতা এবং কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সরিষা বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং কৃষির উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।