রাজশাহীতে যুব দিবস উপলক্ষে খাল পরিষ্কার অভিযান ও কর্মসংস্থান উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: শুক্রবার ১লা নভেম্বর ২০২৪ ০৫:৫৮ অপরাহ্ন
রাজশাহীতে যুব দিবস উপলক্ষে খাল পরিষ্কার অভিযান ও কর্মসংস্থান উদ্যোগ

 "পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"—এই স্লোগানে গত শুক্রবার (১ নভেম্বর) রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় গাঙপাড়া খাল পরিষ্কার অভিযান শুরু হয়েছে, যা জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। 


অভিযানের অংশ হিসেবে খাল পরিষ্কার করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক কর্মী অংশ নেন। খাল পরিষ্কারের পাশাপাশি যুব ঋণের চেক, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এর পর বিভাগীয় কমিশনার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন, যা পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।


ড. হুমায়ূন কবীর বলেন, "ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবেলায় পরিচ্ছন্নতার সুফল সম্পর্কে এলাকার জনগণকে সচেতন করতে হবে। বরেন্দ্র অঞ্চলের খাল-বিলের পানি কৃষি কাজসহ জীব-বৈচিত্র্যে ইতিবাচক প্রভাব ফেলবে।" তিনি আরও জানান, রাজশাহী মহানগরীকে ডেঙ্গু ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই পরিষ্কার অভিযানের আওতায় ৮০ ভাগ খাল দখলমুক্ত ও দূষণমুক্ত করা সম্ভব হবে।


উপস্থিত অতিথিরা জানান, এই কার্যক্রমের মাধ্যমে রাজশাহী শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনেও সহায়তা মিলবে। অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মুখলেছুর রহমান, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 


এই উদ্যোগে যুবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বক্তারা। তাঁরা জানান, যুবশক্তিই উন্নয়নের উৎস এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুবকদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। 


সাধারণ জনগণের সহযোগিতায় রাজশাহীর পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যাশা নিয়ে এই কার্যক্রম চলমান থাকবে, যার মাধ্যমে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।