ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা শুরু হচ্ছে কাল, থাকবে চার স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২৯শে অক্টোবর ২০২৪ ০৭:২৫ অপরাহ্ন
ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা শুরু হচ্ছে কাল, থাকবে চার স্তরের নিরাপত্তা

দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা, যা ২৮০ বছরের পুরনো, আগামীকাল (৩০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এবং চলবে ১ নভেম্বর পর্যন্ত। মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলার সিমান্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ডে আয়োজিত এ মেলা প্রতিবছর কালিপূজা ও দীপাবলী উপলক্ষে অনুষ্ঠিত হয়। এবার মেলার নিরাপত্তার জন্য চার স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


কুন্ডুবাড়ি মেলার আয়োজন নিয়ে শুরু থেকেই নানা জল্পনা-কল্পনা ছিল। স্থানীয় জনগণ মেলায় অশ্লীলতা, চাঁদাবাজি ও মাদকসহ ৯টি অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি জানালে পুরো এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ছড়িয়ে পড়লে বিষয়টি আরও তীব্র আকার ধারণ করে।


মেলার ভবিষ্যৎ নির্ধারণে প্রশাসন একাধিকবার সভা আয়োজন করে। সভায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসব আলোচনার পর সবার সম্মতিতে পুজা উদযাপন কমিটির আবেদনের ভিত্তিতে তিন দিনের মেলার অনুমোদন দেওয়া হয়।


এবারের মেলায় ইজারা বাতিল করে সেনাবাহিনীর ক্যাম্প বসানো হবে এবং সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা রক্ষায় কাজ করবে। স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে মেলা উপলক্ষে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কাঠ ব্যবসায়ী লঘুনাথ দে বলেন, “আমরা গত ৫৫ বছর ধরে আসবাবপত্র বিক্রি করতে এই মেলায় আসছি। এবার প্রথমে শুনেছিলাম মেলা হবে না, কিন্তু অনুমতি পাওয়ায় আমরা খুব খুশি।”


মেলা প্রতি বছর নানান আয়োজন ও বৈচিত্র্যে সমৃদ্ধ হয়। ১৭৮৩ সালে দীননাথ কুন্ডু ও মহেশ কুন্ডু দীপাবলী ও কালিপূজা উপলক্ষে এ মেলার সূচনা করেন। কালের বিবর্তনে এটি কেবল কুন্ডুবাড়ি নয়, বরং প্রায় দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। কাঠের আসবাবপত্রের জন্য বিখ্যাত এই মেলায় মাদারীপুর, ফরিদপুর, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসেন।


উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, “প্রশাসনের কঠোর নজরদারিতে এবং সবার সম্মিলিত চেষ্টায় কুন্ডুবাড়ি মেলা সফলভাবে অনুষ্ঠিত হবে।”