আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: রবিবার ১৩ই অক্টোবর ২০২৪ ০৫:০৫ অপরাহ্ন
আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

৩৫ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পরও আদালতের রায় অমান্য করে জমি দখল করার অভিযোগ উঠেছে ঝিনাইদহ পৌরসভার সাবেক কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জুর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি অবৈধভাবে অন্যের জমিতে স্থাপনা নির্মাণ করছেন।


মামলার কাহিনী অনুযায়ী, ১২শতক জমি নিলামের মাধ্যমে কিনে নেন সাবেক পৌর চেয়ারম্যান মোশাররফ হোসেন মশার স্ত্রী তৌহিদা খাতুন ও ফরিদা খাতুন। তাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলেন বিএনপি নেত্রী ফারহানা রেজা আঞ্জু। কিন্তু ৩৭ বছরের আইনি লড়াই শেষে, ২০২৩ সালের ১৭ জুলাই আদালত জমির প্রকৃত মালিকদের পক্ষে রায় দেন এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।


এদিকে, রায় কার্যকর হওয়ার পরেও ফারহানা রেজা আঞ্জু জমিতে অবৈধভাবে নির্মাণকাজ শুরু করেন, যা স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগের জন্ম দেয়। তৌহিদা খাতুন বলেছেন, “বিএনপি করার কারণে আঞ্জু আমাদের জমি দখল করছে। তিনি আইন কানুনের তোয়াক্কা করছেন না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”


অপরদিকে, ফারহানা রেজা আঞ্জু তার পৈতৃক সম্পত্তি দাবি করে অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমরা ন্যায় বিচার পাইনি। আদালতকে প্রভাবিত করে আমাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে।” 


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং উভয়পক্ষকে আদালতের রায় মেনে চলার নির্দেশ দেয়। তবে অভিযোগ উঠেছে, পুলিশ চলে যাওয়ার পর পুনরায় নির্মাণ কাজ শুরু হয়েছে।


এখন দেখার বিষয় হলো, আইনের প্রতি অশ্রদ্ধা ও ক্ষমতার অপব্যবহার ঠেকাতে প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয় জনগণ আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে সোচ্চার হয়েছে, যাতে জমি দখলের মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।