ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে মণ্ডলাদাম ওয়ার্ডের এমপির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
যুবক লিখন দাস (২৫) এমপি মোড় এলাকার বাসিন্দা শ্রী প্রসাদের ছেলে।
স্থানীয় বাসিন্দা রিতা দাস বলেন, ‘সাধন ও বাঁধন নামে দুই শিশু পুকুরের পাশে খেলতে গিয়ে লাশ ভাসতে দেখে। পরে আমরা পুকুরে গিয়ে দেখি লিখনের লাশ পানিতে ভাসছে। পরে পুলিশে খবর দেয়া হয়।’
তিনি আরো বলেন, ‘লিখনের মৃগীরোগ ছিল। ওদের বাসায় টিউবওয়েল না থাকায় ওই পুকুরেই সে গোসল করত।’
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, মন্ডলাদাম এলাকার একটি পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ব্যবস্থাগ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।