প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৪, ২২:২০
সেবামূলক কাজ তরুণদের ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর এই উদ্দেশ্যেই আত্মপ্রকাশ করেছে নওগাঁ ইয়ুথ ক্লাব। তরুণদেরকে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত করতে এবং তাদের মধ্যে সেবামূলক মানসিকতা জাগ্রত করতে কাজ করছে এই সংগঠন।
শনিবার (৭ সেপ্টেম্বর, ২০২৪) দুপুর ১টায় নওগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নওগাঁ ইয়ুথ ক্লাবের কমিটি ঘোষণা করা হয়। সাত সদস্য বিশিষ্ট এই কমিটিতে শামীম আহমেদ নূরী সভাপতি এবং মো. তারিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে সাঈদ জোবায়েদ অনিক, সাংগঠনিক সম্পাদক হিসেবে রিজভী আহম্মেদ রিজোয়ান, কোষাধ্যক্ষ হিসেবে জোবায়ের হোসেন রিফাত, প্রচার সম্পাদক হিসেবে তারেক হাসান আলিফ এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. আলামিন রহমান দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদ নূরী ক্লাবের মিশন সম্পর্কে বলেন, “নওগাঁ ইয়ুথ ক্লাব তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করবে। আমরা মাদক, পর্নোগ্রাফি এবং আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে এবং রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে চাই। হতাশামুক্ত এবং দীপ্ত তারুণ্যের মাধ্যমে আমরা একটি সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে কাজ করব।”
সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম ক্লাবের কার্যক্রমের বিষয়ে বলেন, “নওগাঁ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের আসক্তি থেকে বিরত রাখতে এবং তাদেরকে শিক্ষা ও সেবামূলক কাজে সম্পৃক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ করে, আমরা নওগাঁর শিক্ষার্থীদের মাদক থেকে বিরত রেখে তাদের বইমুখী করার জন্য আপ্রাণ চেষ্টা করব। মাদকমুক্ত শহর গঠনই আমাদের মূল লক্ষ্য।”
ক্লাবের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার মো. আব্দুস সবুর বলেন, “নওগাঁ ইয়ুথ ক্লাব তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সৃজনশীলতা ও সমাজসেবায় উদ্বুদ্ধ করতে বিশাল ভূমিকা পালন করছে। এই সংগঠনটি তরুণদের সমাজ উন্নয়ন এবং নেতৃত্বের দিকে উদ্দীপ্ত করবে বলে আমি বিশ্বাস করি। আমি এই সংগঠনের অংশ হতে পেরে গর্বিত এবং এর উন্নয়নে অবদান রাখার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি।”
নওগাঁ ইয়ুথ ক্লাবের এই যাত্রা নওগাঁর তরুণ সমাজের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। সমাজের সকল স্তরের তরুণরা একত্রিত হয়ে মাদক নির্মূল, পর্নোগ্রাফি প্রতিরোধ, এবং আত্মহত্যা প্রতিরোধের মতো গুরুতর সামাজিক সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করবে। একই সঙ্গে রক্তদানসহ নানা সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে।
নওগাঁ ইয়ুথ ক্লাবের সদস্যরা মনে করেন, এই সংগঠনটি তরুণদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতায় নওগাঁ ইয়ুথ ক্লাব একটি মাদকমুক্ত, সুশৃঙ্খল, এবং সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।