ঝিনাইদহে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র‌্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: রবিবার ১৪ই জুলাই ২০২৪ ০৫:২৯ অপরাহ্ন
ঝিনাইদহে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র‌্যালী অনুষ্ঠিত

"মাদকের আগ্রাসন দৃশ্যমান  প্রতিরোধেই সমাধান "  মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসেনর কার্যলয় চত্বর থেকে সকালে একটি  র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে ঝিনাইদহ জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


“মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সামাধান” এই শ্লোগানে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি  জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম , বিশেষ অতিথি সিভিল সার্জন ডা.শুভ্রা রানী দেবনাথ,  ডিডিএলজি রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুন্নাা বিশ্বাস। সভাপতি-অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট  এবিএম খালিদ হোসেন সিদ্দিকী  সঞ্চালনা করেন মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক গোলক মজুমদার ।