সরাইলে অবৈধ চায়না রিং জালের বিরুদ্ধে ইউএনও'র অভিযান

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ১৪ই জুলাই ২০২৪ ০৩:৩৭ অপরাহ্ন
সরাইলে অবৈধ চায়না রিং জালের বিরুদ্ধে ইউএনও'র অভিযান

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩০টি অবৈধ রিং জাল উদ্ধার ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূইঁয়া। ১৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা শাহবাজপুর এলাকার প্রথম গেইটের দোকান থেকে শনিবার বিকালে এ অভিযানে পরিচালনা করে  অবৈধ চায়না রিং জাল উদ্ধার করেছে উদ্ধারকারী টিম।


এ সময় নিষিদ্ধ রিং জাল মজুদ করার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়।এদিকে বিজয়নগর উপজেলার আমতলী এলাকার নাসির মিয়ার ছেলে মাছুমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুকসুদ হোসেন,  মৎস্য অফিসের  মো. জসিম উদ্দিন।


রাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূইয়া বলেন, আমরা আজকে খবর পেয়ে  অভিযান চালিয়ে ৩০টি  অবৈধ চায়না রিং জাল উদ্ধার করতে সক্ষম হয়েছি, নিষিদ্ধ রিং জাল মজুদ করার অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে। আমাদের এ অভিযান  অব্যাহত থাকবে। যদি কেউ নদীতে এই অবৈধ চায়না রিং জাল দিয়ে মাছ ধরে তাহলে তার বিরুদ্ধে জরিমানা সহ জেল হাজতেরও বিধান রয়েছে। উদ্ধারকৃত অবৈধ চায়না জাল গুলো  এলাকায় আগুন জ্বালিয়ে পুড়ে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা সহ সরাইল থানার পুলিশ ফোর্স।