গাজীপুরের কালিয়াকৈরে কলেজ ছাত্র আল আমিন হত্যা মামলার অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে নিহত আল আমিনের সহপাঠী ও এলাকাবাসি এ মানববন্ধনের আয়োজন করে।
গত ৬ জুন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণী ছাত্রলীগের সভাপতি আল আমিনকে পৌর ছাত্রলীগের সভাপতি ইমন খানের নেতৃত্বে হামলা চালিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় এক মাস পেরিয়ে গেলেও আসামীদের গ্রেপ্তার করতে পারছেনা পুলিশ। মানববন্ধনে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।