সরাইলে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ১৪ই জুন ২০২৪ ১১:০২ পূর্বাহ্ন
সরাইলে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ জুন)  বিকেল ৫ টার দিকে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে ৯টি ইউনিয়নের ২৪ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শের আলম মিয়া,উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও)মো. মেজবা উল আলম ভূইঁয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.হানিফ আহমেদ,


উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন,কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, মো. আবুল কাশেম প্রমুখ। গ্রাম পুলিশ ফিরোজা বেগম, ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে। আমাদের আর কোন সমস্যা হবে না।এ বাইসাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে বলে জানান তিনি।