জামালপুরের ইসলামপুরে সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের সহধর্মিণীর জানাজা নামাজে গিয়ে আইফোন খুইয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।বুধবার (১ মে) দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার।
জানা যায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে ইসলামপুর উপজেলার শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রয়াত ভূমি প্রতিমন্ত্রীর সহধর্মিণী হাসনা মোশাররফের জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।
নামাজ শুরুর আগ মুহূর্তে নিজের ব্যবহৃত আইফোন ব্র্যান্ডের ফিফটিন প্রো ম্যাক্স মোবাইলটির এয়ারপ্লেন মোড অপশনটি অন করে কোনো এক ব্যক্তির হাতে দেন মন্ত্রী। নামাজ শেষ হলে সেই ব্যক্তি পরবর্তীতে মোবাইল ফোনটি ফেরত দেননি। কার কাছে মোবাইলটি দিয়েছেন তা মনে করতে পারছেন না মন্ত্রী।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, মোবাইলটি হারানোর বিষয়ে ইসলামপুর থানায় একটি জিডি করা হয়েছে। ফোনটি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।