কাউখালীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে অক্টোবর ২০২৩ ০৯:২০ অপরাহ্ন
কাউখালীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৯ অক্টোবর)দুপুরে উপজেলার বাসুরী গ্রামের মাকসুদা মেম্বারের বাড়িতে শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই স্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, পাচারসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।


 উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। 


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক ইউপি সদস্য মাকসুদা বেগম, নারী নেত্রী কুলসিয়া বেগম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ একটা অভিশাপ আমরা বাল্যবিবাহকে এড়িয়ে চলি। সমাজের সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। 


এক্ষেত্রে নারী পুরুষ আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।